বিজয়ের স্বপ্নসোপান

৳ 100.00

বড় মাপের ঘটনা বড় আবেগে তৈরিতে সক্ষম । অনেককাল পর্যন্ত অনেকের মধ্যে তার আবেদন ছড়াতে থাকে অফুরান তার ব্যাপ্তি । মুক্তিযুদ্ধ তেমনই এক ঘটনা- আমাদের ইতিহাসে । এই আমাদের সবথেকে বড় বিজয় , সবথেকে বড় স্বপ্ন । যারা যুদ্ধ করেছিলেন , তাদের চোখ থেকে কথা থেকে সে স্বপ্ন প্রজন্ম থেকে প্রজন্মন্তরে বহমান । যুদ্ধোত্তর প্রজন্ম কেবল স্বাধীন দেশেই সন্তান না , তারা সেই স্বপ্নেরও সন্তান-সন্তাতি । এবার তারা বলছে তাদের স্বপ্নের কথা , মনের ভেতর পুষে রাখা হাজার বছরের শ্রেষ্ঠ স্বপ্নের কথা এক সোনার বাংলাদেশের কথা ।  যারা স্বভাবতই লেখক তাদের কথা না হয় বাদই গেল, কিন্তু কী আশ্চর্য, এর বাইরে যারা তাদের বড় অংশই লেখক নয় ! তারা কৃতী শিল্পী, অভিনেতা, খেলোয়াড়, রাজনীতিবিদ, মেধাবী শিক্ষার্থী, আঁকিয়ে ইত্যাদি ইত্যাদি । । তবু মাকড়সার নিবিড় নিপুণতায় তারাও স্বপ্নের সবল কারিগরি, সমালোচক ও নতুন সময়ের দ্রষ্ট্র । এ এক অন্যতর রূপ একাত্তুরের, খুলেছে নতুনতরের চোখে আর সাহসভরে পা রেখেছে বিজয়ের স্বপ্নসোপানে । সে সোপান অনন্ত, কিন্তু সবাই তাতে উঠে যেতে পারে, যাদি সে খোঁজে তার দেশকে এবং নিজেকেও ।