বিপ্রতীপ মানুষের গল্প

View cart “Five Minute Stories” has been added to your cart.

৳ 200.00

কবি হিসেবেই ঝর্না রহমানের সঙ্গে প্রথম পরিচয়। জীবন ও জগতের ভেতর যে নিরন্তর প্ররহেলিকা জীবনেরই গূঢ় বার্তার স্বপ্নজাল বোনে–তারই শিল্পিত রূপ তাঁর কবিতার সুর ও স্বরে ধরা পড়ে। পরে জানলাম তিনি মূলতা গল্পকার। আর তাঁর গল্পের মধ্যেও পেলাম সেই প্রহেলিকাময় জীবনেরই গূঢ় বার্তা, যা প্রকাশিত হয় সেই কবিচিত্তেরই নান্দনিক ভাষাচিত্রের ভেতর দিয়ে। ‘বিপ্রতীপ মানুষের গল্প’ তাঁর এয়োদশ গল্পগ্রন্থ। বইটিতে দশটি গল্প সন্নিবেশিত হয়েছে। এর মধ্যে ‘নাম’ আর ‘বিষাক্ত রক্তজবা’।গল্প দুটির প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ, বাকি আটি গল্পে সমাজ ও জীবনের নানা সমস্যাসংকট এবং মনস্তাত্ত্বিক জটিলতার কথা বিধৃত হয়েছে। ‘বিষাক্ত রক্তজবা’ একটি অপূর্ব ও অনন্য গল্প। একাত্তরের মুক্তিযুদ্ধে এ দেশের শত শত কুমারী তরুণী ধর্ষিতা হয়েছিলেন। তাঁদের জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতার গল্পকে লেখক তুলে এনেছেন এক কুমারী মায়ের অদ্ভুত মাতৃস্নেহের আদলে। পাকিস্তানি সৈন্যদের অমানবিক নির্যাতনে এই তরুণীর গর্ভে স্থান করে নিয়েছিল তীব্র ঘৃণার এক বিষকরবী যা তার জীবনকে বিষাক্ত করে তোলে আবার অদ্ভুত বাৎসল্যের অমোঘ টানে সেই বিষপুষ্পকে প্রস্ফুটিত করে তোলে সে। তারপর চলে বীভৎস এক ঘৃণার ভেতর ‍দিয়ে অদ্ভুত এক ভালোবাসার দ্বন্দ্ব-যার মাপজোক করতে গিয়ে শিউরে উঠতে হয় আমাদের। ‘আগুনটা তখনও জ্বলছিলো’ গল্পের মায়ারানী একই সাথে প্রতিনিধিত্ব করে এক সাহসী প্রতিবাদী মেয়ের ও এক দরিদ্র সংখ্যালঘু তরুণীর যে ধর্ষকামী অপশক্তির লালসার হাত থেকে শেষপর্যন্ত রেহাই পায় না। এই গল্পের বর্ণনায় লেখক প্রমিত ভাষার সাথে আঞ্চলিক ভাষার ব্যবহার করেছেন যাতে করে পাঠক নিজের অজান্তেই বর্ণনার আড়াল থেকে সরাসরি ঢুকে যান গল্পের চরিত্রের ভেতরে। প্রমিত ভাষার সাথে গ্রামীণ জীবনের প্রাত্যহিক ভাষার সম্মিলনে এই গল্পের ভেতরে লেখক এমন এক আবহ তৈরি  করেছেন ‘অগ্নিশিখা’ মায়ারানীকে চিনে নেবার জন্য খুব জরুরি বলে  মনে হয়। নারীর অবদমিত যৌনকামনা এক বিচিত্র মানসসংকটের ভেতর দিয়ে প্রকাশিত হয়েছে ‘ঘাসেরা জন্ম নিচ্ছে’ গল্প। ‘তখন তমসা’ গল্পে পুত্রবধূর সাথে স্ত্রীর চেহারার মেল বিপত্নীক প্রৌঢ় এখলাসউদ্দীনের বিস্মৃতি-আচ্ছন্ন মনের ভেতরে মুহূর্তের জন্য যে অনুভূতি জাগিয়ে তোলে তাকেও হয়তো অবদমিত কামনার ছোবলই বলা চলে ! ‘একজন’ গল্পটি পড়ে মনে হয়েছে এখানে আছেন কবি ঝর্না রহমান। জীবনের গূঢ় বার্তার যে স্বপ্নজাল এই গল্পের সানজিদা চরিত্রটি বুনে চলে সেই স্বপ্ন তো  একজন কবিরই রোমান্টিক চেতনায় ধরা পড়ে। ‘এক টাকার মুদ্রা’ গল্পে ঘুণিত জীবনের প্রতি বিতৃষ্ণায় প্রতিবাদে পথপতিতা অসহায় রানীর লংকা চিবিয়ে খাওয়ার দৃশ্য পাঠককে মুহূর্তের জন্য হলেও বিমূঢ় করে তুলবে বলেই আমার বিশ্বাস। এ বইয়ের অন্য গল্পগুলোও নানা দিক থেকে, বিশেষ করে গল্প বিস্তারের ভাষা ও বর্ণনার সৌকর্যে পাঠককে মুগ্ধ করবে।