বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মময় জীবন

৳ 600.00

ড. এম এ ওয়াজেদ মিয়া ছিলেন স্বমহিমায় উদ্ভাসিত বাংলাদেশের একজন অন্যতম খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন । তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন । তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ জামাতা ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বামী। সব সংকটে তিনি বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে ছিলেন । তিনি বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে কাজ করেছেন। তিনি ছিলেন একজন নিঃস্বার্থ, নির্লোভ, নির্মোহ, নিরহংকার, নির্ভীক ও বিজ্ঞানমনস্ক ব্যক্তি। এসব বৈশিষ্ট্য চিরজাগরুক করে রেখেছে তাঁর চরিত্র মাধুর্যকে। | ‘ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মময় জীবন’ গ্রন্থটিতে লেখক ড. এম এ ওয়াজেদ মিয়ার শিক্ষাজীবন, রাজনৈতিক সূত্রপাত, কর্মজীবন, বঙ্গবন্ধুর পরিবারে তার ভূমিকা, ব্যক্তি ও পারিবারিক জীবন ইত্যাদি সম্পর্কে সবিস্তারে আলোচনা করেছেন । এছাড়াও লেখক এ গ্রন্থটিতে ড. এম এ ওয়াজেদ মিয়ার পারিবারিক জীবন শিরোনামে জননেত্রী শেখ হাসিনা, ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয় ও অটিজম বিশেষজ্ঞ বিশিষ্ট মনোবিজ্ঞানী সায়মা ওয়াজেদ পুতুল সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করেছেন ।