বৃষ্টিতে কিংবা কুয়াশায়

৳ 150.00

একটা কাজে মোবাইল কোম্পানির অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে এক প্রৌঢ় ভদ্রলোক। এমন সময় একটি মেয়ে এসে বলল, আপনি সিনিয়র মানুষ, এতক্ষণ কেন অপেক্ষা করবেন? এইভাবে মৌসুমী হাওয়া নামে মেয়েটির সঙ্গে পরিচয়ের পর মোবাইলে  কথা হয় দুজনেরযার ভেতর দিয়ে বেরিয়ে আসে একজনের জীবনের শূন্যতা আর অন্যজনের জীবনের  বঞ্চনার কাহিনি। নিজের দুঃখের জীবনের কথা বলার পর মৌসুমী তাকে তাদের বাড়ি যেতে বলে যেখানে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি ভেজা গাছের  সারিকে মনে হবে সবুজ দেয়াল আর শীতকালে কুয়াশা দেখে হারিয়ে যাওয়া যাবে অনায়াসে। তার কথা শুনে কৌতুক বোধ করেন তিনি কিন্তু যেতে রাজি হন না। বলেন, পরে যাবেন, সময় হলে। তিনি যখন হাসপাতালে দুরারোগ্য রোগে চিকিৎসায় সেই সময় মৌসুমী হাওয়া এসে জানালো তার পারিবারিক জীবনের সমস্যা দূর হয়ে গিয়েছে। শুনে তিনি খুশি হন এবং জানান যে এবার তার বাড়ি যাওয়া যাবে। তিনি মৌসুমী হাওয়ার বাড়ি যান, কিন্তু সে যাওয়া অন্যরকম, যার ভেতর থাকে একই সঙ্গে শান্তি আর বিষাদের ছায়া। নানা বয়সের কয়েকটি মানুষের জটিল জীবনের এই গল্প সমসায়িককালের যার জন্য এর আবেদন সব পাঠকের কাছেই।`