মধু মরীচিকা

৳ 150.00

মানুষের সংকট যতটা না দারিদ্র, বঞ্চনা আর। অন্যায়-অবিচার কে ঘিরে, তার চেয়ে বেশি। আত্ম পরিচয়ের বিশুদ্ধতার প্রশ্ন থেকে ।। গতানুগতিক ও আধুনিক কুসংস্কারে আচ্ছন্ন যে সমাজ, সেই সমাজই যখন আমাদের উপর। আরোপ করে দেয় আমাদের পরিচয় আর কর্মপন্থ-সামাজিক সংকট তখনি ঘনীভূত হয়। এই কারণে ঘন কালো মেঘে ঢেকে যায় । আমাদের লালিত স্বপ্নের সমাজ। সেই ঘন কালো মেঘ থেকে যে ঝড় বয়ে যায় তার শিকার শুধু দরিদ্ররাই হয় না, উচ্চবিত্ত আর মধ্যবিত্ত সকলে আক্রান্ত হয় চরমভাবে । সকল শ্রেণীর মানুষদের লক্ষ্যহীন এক রঙ্গিন মরীচিকার পেছনে যে অন্তহীন ছুটে চলা তাই কবিকে ভাবিয়ে তুলেছে দিনরাত। আর এই। মরীচিকা মানুষের কাছে ধ্রুবতারার মত উজ্জ্বল। ও মোহনীয় মনে হলেও মানুষের স্বপ্ন ও ইচ্ছাগুলো জীবন সায়াহ্নে বিলীন হয়ে যায় এক গহীন অন্ধকূপে। সমাজের মানুষদের এই। আত্ম-পরিচয়হীন ও মৌলিক লক্ষ্যহীন চলার। করুণ পরিণতিকে ধরিয়ে দিতে কবির এই উদ্যোগ সৃষ্টি করেছে কাব্যজগতে এক নতুন অধ্যায়, যার শিরোনাম ‘মধু মরীচিকা । আশেক মাহমুদ এর ‘মধু মরীচিকা’ কাব্যটি আত্ম পরিচয়ের বিশুদ্ধতা অনুসন্ধানে এমনকি সামাজিক সচেতনতায় পাঠকদের অনুপ্রাণিত করবে এই প্রত্যাশা আমাদের সকলের ।