মুক্তিযুদ্ধের প্রাসঙ্গিক কথা

৳ 250.00

মুক্তিযুদ্ধ বাঙালি জীবনের অবিস্মরণীয় ঘটনা; তাই মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি স্বাভাবিক ও বাঞ্ছনীয়; তবে মুক্তিযুদ্ধ একদিনে শুরু হয়ে নয় মাসে শেষ হয়েছে – এ জাতীয় ভাবনা বাতুলতা মাত্র । যুদ্ধের নয় মাস ব্যপ্তিটা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম পর্ব, যা একটি চলমান প্রক্রিয়। দ্বিতীয় পর্বটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পর্ব; বাঙালি জাতীয়বাদ, ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র ও সামাজতন্ত্রকে আমাদের ব্যক্তিক, সমাজ রাষ্ট্রীয়  জীবনে বাস্তবায়ন পর্ব  তা অনন্তকাল চলমান থাকবে বলেই আমাদের বিশ্বাস এবং সম্ববত এই বিশ্বাসের বশবর্তী হয়েই বঙ্গবন্ধু ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে প্রথমে মুক্তির কথাই বলেছিলেন; তারপরে বলেছিলেন স্বাধীনতার কথা মুক্তিদ্ধে পটভূমি তৈরিতে বিশিষ্ট ভূমিকা রয়েছে ভাষা আন্দোলন,  ৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচন, স্বৈরাচার বিরোধী আন্দোলন,৬ দফা ও ১১ দফা আন্দলনের । এখন মুক্তিযুদ্ধের  দ্বিতীয় পর্বকে বলা হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ । যারা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের কথা বলেছেন তারা ‘জয় বাংলা’ স্লোগান দিলেও ‘জয় বঙ্গবন্ধু’ বলতে দ্বিধান্বিত । এমনকি ঘাতক – দালাল নির্মূল আন্দোলনে জাহানারা ইমাম ছাড়া অন্য কাউকেই স্বীকৃতি দানে কার্পণ্য প্রকাশে ব্রতী । এই অবস্থায় সঠিক ইতিহাস সৃষ্টির স্বার্থে মাঠ পর্যায়ের পর্যবেক্ষণকে  তুলে ধরা ঈমানি  দায়িত্ব । সেই দৃষ্টিকোণ থেকেই মুক্তিযুদ্ধে, প্রাসঙ্গিক কথার অবতারণা । এই প্রয়াসটি  ইতিহাস বিকৃতির বিরুদ্ধে আর একটি নীরব লড়াই । এ গ্রন্থে যেমন আছে স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের কথা, তেমন আছে নিরস্ত্র মুক্তিযুদ্ধে তথা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য লড়াইয়ের কথা । এসবই এসেছে  একজন সংগ্রামী একজন সশস্ত্রযোদ্ধা ও একজন নিরস্ত্র মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাঠ– র্পযায়ের সৈনিকের কলম থেকে । এই গ্রন্থে উপস্থাপিত তথ্য ত্থেকে ইতিহাস বিকৃতির আগাম মহোৎসবকে প্রতিহত করার উপাদান পাঠক ও গবেষক খুঁজে পাবেন ।