মুহম্মদ নুরুল হুদার হাজার কবিতা

৳ 600.00

হাজার বছরের বাংলা কবিতার হাজার কবির এক কবি মুহম্মদ নূরুল হুদা। তিন দশকেরও অধিককাল তিনি কর্ষণ করে চলেছেন বাংলা কবিতার এক অকর্ষিতপূর্ব সৃষ্টিভূমি। তাঁর সকল কাব্যপ্রয়াসের কেন্দ্রে রয়েছে ব্যক্তিমানুষ, জাতিমানুষ ও বিশ্বানুষের প্রতি সমীকৃত প্রতীতি। জাতিসত্তার কবিরূপে বহুলনন্দিত এই কবি একই সঙ্গে দৈশিক জাতিসত্তা ও বৈশ্বিক মানব-অস্তিত্বের নান্দনিক ভাষ্যকার ।

নিরবধি সময়প্রবাহে সন্তরণশীল তিনি এক সময়মানুষ। তাঁর সৃষ্টিসত্তা নানা নিরীক্ষা, প্রকরণ ও উদ্ভাসে নিয়ত নবায়নপ্রবণ। স্বােপার্জিত কাব্যমুদ্রা ও নন্দনলােকের বরপুত্র এই বাঙালি কবি সমকালীন বিশ্বকবিতারও এক তাৎপর্যপূর্ণ কারুকৃৎ।

বদলপ্রবণ বিষয় ও বহুস্বর পঙক্তিমালার বর্ণিল প্রতিভাস এই ‘হাজার কবিতা’। সমকালীন কাব্যভােক্তা এই গ্রন্থের চরণে-চরণে সনাক্ত করবেন এক ব্যাকুল কাব্যলােক। এ-ও এক আরশিনগর, যেখানে চিরকালের কাবভােক্তার উদার আমন্ত্রণ।