মৃতের আত্মহত্যা

৳ 150.00

‘মৃতের আত্মহত্যা’ নামের গল্পটি কথাসাহিত্যিক আবুল ফজল তাঁর শেষ বয়সে এসে স্বাধীন বাংলাদেশের প্রথম সামরিক শাসনের সময় সবরকম বাকস্বাধীনতা রুদ্ধ করা পরিবেশে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে রচনা করেছিলেন। উল্লেখ্য, আবুল ফজল জিয়াউর রহমানের বার বার অনুরোধের পরিপেক্ষিতে তিনটি শর্তে, যার অন্যতম বঙ্গবন্ধু হত্যার বিচার, জিয়াউর রহমানের সম্মতি নিয়ে তার উপদেষ্টা পরিষদে যোগ দেন। যোগ দেওয়ার পরপরই তিনি তাঁর দেওয়া শর্ত বাস্তবায়নের অবস্থা সম্পর্কে সুযোগ পেলেই জিয়াকে প্রশ্ন করতেন। বেশ কিছুদিন পরও যখন বঙ্গবন্ধু হত্যার বিচারের কোনো অগ্রগতি দেখতে পেলেন না তখন তিনি গল্পের আবরণে বঙ্গবন্ধু হত্যার বিচার না করার প্রতিবাদ জানিয়ে এ গল্পটি লিখে ‘সমকাল’ ম্যাগাজিনে প্রকাশের জন্য দেন। সমকালের সেই সংখ্যার সব কপি ছাপা সম্পন্ন হলে ভোরেই জিয়ার নির্দেশে পুলিশ ছাপাখানা থেকে বাজেয়াপ্ত করে নিয়ে যায়। পরে অবশ্য ওই ইস্যুটি গোপনে অনেক কপি হয়ে সুধী সমাজের হাতে চলে যায়। বর্তমান ‘মৃতের আত্মহত্যা’ নামের সংকলনটিতে তাঁর রচিত বঙ্গবন্ধু হত্যার ওপর আরও তিনটি ‍ছোটগল্প প্রকাশিত হয়েছে। এ ছাড়াও ‘মৃতের আত্মহত্যা’ গল্পটিতে যে ট্র্যাজিক নাটকীয়তা রয়েছে, তাকে ভিত্তি করে আরও কল্পনা ও বাস্তবসম্মত ঘটনা ও সংলাপ সংযোজন করে এটির একটি নাট্যরূপ রচনা করেন লেখককন্যা মমতাজ লতিফ যা এ বইয়ের পরিশিষ্টে দেওয়া হয়েছে। বইটির গল্পগুলো বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কজনক ঘটনাকে উপজীব্য করে রচিত হওয়ায় এ সংকলনটির একটি ভূমিকা সব সময় থেকে যাবে।