যত্রতত্র কয়েক ছত্র

৳ 200.00

ছড়া লিখে তারকা খ্যাতি অর্জন করা বাংলাদেশের একমাত্র লেখক লুৎফর রহমান রিটন গদ্যেও কম যান না। একটি ঈর্ষণীয় নির্মেদ ও ঝরঝরে গদ্য আয়ত্ত করেছেন রিটন। বৈঠকি ঢঙে উপস্থাপন করেন বলে রিটনের গদ্যে ক্লান্ত হয়ে পড়েন না পাঠক। রিটনের গদ্য পাঠে পাঠক অর্জন করেন বিরল এক অভিজ্ঞতা। পাঠের সময় পাঠক অনুভব করেন- রিটন বুঝিবা তার সামনে বসেই কথাগুলো বলছেন। আর এভাবেই পাঠক হয়ে ওঠেন রিটনের সহযাত্রী কিংবা ভ্রমণসঙ্গী।

বর্ণাঢ্য জীবনের অধিকারী লুৎফর রহমান রিটন। শৈশব–কৈশোর আর যৌবনে খ্যাতিমানদের দুর্লব সান্নিধ্যে ঋদ্ধ হয়েছেন রিটন। বিচিত্র অভিজ্ঞতায় জারিত রিটন তাড়িত হয়েছেন সত্য সুন্দর আর কল্যাণের দিকে। গাড় অন্ধকারের ভেতর দাঁড়িয়ে থেকেও, নিমজ্জিত থেকেও আগলে রেখেছেন নিভু দীপশিখাটি। অনুসন্ধিৎসু তীক্ষ্ম এবং আমোদপ্রিয় রিটন যখন কোনো ব্যক্তির ছবি আঁকেন, তখন সেই ব্যক্তির হাত ধরে অবলীলায় চলে আসে সমাজ, সমাজের হাত ধরে সংস্কৃতি, সংস্কৃতির হাত ধরে সময়, সময়ের হাত ধরে রাজনীতি এবং রাজনীতির হাত ধরে উঠে আসে একটি সামগ্রিক সমসাময়িক চালচিত্র।

যততত্র কয়েক ছত্র রিটনের আঁকা বর্ণিল একটি স্কেচ বুক। শিল্প-সাহিত্য–সংস্কৃতি আর রাজনীতি আলো-অন্ধকারের যত্রতত্র যাতায়াতের অবাধ সুযোগ ঘটেছে তাঁর। যত্রতত্র পরিভ্রমণের কয়েক ছত্রই বলা যায় লিপিবদ্ধ করেছেন তিনি। সব কথা লেখা হয়নি। সব কথা লেখা হয় না। টিভি ও চলচ্চিত্র তারকা, শিল্পী ও সাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক থেকে শুরু করে এরশাদ-খালেদা-হাসিনা কে নেই তাঁর স্কেচ বুক-এ?

যত্রতত্র কয়েক ছত্রে সময়কে ধরে রেখেছেন রিটন তাঁর অসাধারণ গদ্যশৈলীতে।

এই ‘সময়’কে অপছন্দ হয়তো করা যায়, কিন্তু অস্বীকার করা যায় না। কোনো কোনো বিষয়ে পাঠক দ্বিমত পোষণ করতেই পারেন, কিন্তু তাতে করে বিষয়টি মিথ্যা হয়ে যাবে না।

সত্য উচ্চারণে লুৎফর রহমান রিটন বরাবরই অকপট ও নির্ভীক। এই গ্রন্থেও তার ব্যত্যয় ঘটেনি।