যাবো বলে থেমে থাকতে নেই

৳ 40.00

সাম্প্রতিক বাংলা কাব্যজগতে তারিক সুজাত অতি অল্প সময়ের মধ্যে সৃজনশীল তরুণ কবি হিসেবে স্বোপার্জিত মুদ্রায় নিজেকে চিহ্নিত করতে পেরেছেন। জন্ম ১৯৫৬-র ১০ সেপ্টেম্বর, ঢাকা। কবি-লেখক-সাংবাদিক বহুদর্শী পিতা তোফাজ্জল হোসেন ও মা হোসনে হেনা হোসেনের দ্বিতীয় সন্তান। এ পর্যন্ত তারিকের কাব্যগ্রন্থ প্রতিবিম্ব ভেঙে যাও (১৯৮৬), যাবো বলে থেমে থাকতে নেই (১৯৯৭), সময়কে আমি উল্টো পায়ে হেঁটে যেতে দেখেছি (২০০৩), বেরোনো ছাড়াও তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে অকালপ্রয়াত কবি আবুল হাসান-এর গল্পসংগ্রহ ও কাব্যনাটক ওরা কয়েকজন।

বাংলাদেশের অনভিপ্রেত দীর্ঘ সামরিক স্বৈরশাসনকালে প্রকাশিত নিষিদ্ধ ঘোষিত একাধিক পত্র-পত্রিকা,  বুলেটিন সম্পাদনা ও প্রকাশনা ক্ষেত্রেও তারিকের কৃতিত্ব প্রশ্নাতীত। সাংস্কৃতিক আন্দোলনে দেশের তারুণ্যশক্তির একনিশষ্ঠ সংগঠক হিশেবে তাঁর পরিচিতি দেশব্যাপী। এদেশের কবিদের প্রধান সংগঠন জাতীয় কাবিতা পরিষদ-এর প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম। কর্মজীবনেও দৃজনশীল পেশায় নিয়োজিত। খ্যাতনামা ইন্টেরিয়র ও গ্রাফিক্স ডিজাইন সংস্থা জার্নিম্যান-এর কর্ণধার। গ্রাফিক্স ডিজাইনের জন্য অতোমধ্যে দুটি আন্তজাতীক পুরস্কার ও সম্মান লাভ করেছেন।