যামিনীর যাপিত জীবন

৳ 200.00

পিতৃমাতৃহীন যামিনী রায় সদ্য উচ্চ মাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে পড়ার উদ্দেশ্যে ঢাকায় এসেছে। ঢাকায় অবস্থানের ব্যাপারে তাকে প্রাথমিকভাবে সহায়তা করেছেন তার একমাত্র প্রয়াত অগ্রজের এক বন্ধু। এই নারী কঠিন আত্মপ্রত্যয়ে লেখাপড়া শুরু করে। তার এই অদম্য সাহসে বিস্মিত হয়ে এক হৃদয়বান দম্পতি তাকে সহায়তায় এগিয়ে আসেন। কিন্তু এই নারী তো কারো অনুকম্পার পাত্রী নয়! এদের দুটো মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিজে গ্রহণ করে। মানবজীবনে প্রেম একটি অনিবার্য ঘটনা। কিন্তু সেখানেও যামিনী কোন আপস করেনি। জাতিসংঘের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চাকুরিতে নিজের তথা বাঙালি নারীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। নারীর আত্মশক্তি প্রমাণের এক অসামান্য উপন্যাস যামিনীর যাপিত জীবন।