রাজনীতির এপিঠ-ওপিঠ

৳ 200.00

বাঙালির সার্বিক মঙ্গলচিন্তায় অতীতে তো বটেই বর্তমান কালেও যাঁরা ভাবিত, আন্দোলিত এবং ব্রতচারীর ভূমিকায় অবতীর্ণ, তাঁদের সংখ্যা সত্যিকার অর্থেই অঙ্গুলিমেয়। রক্ত-মাংসে যাঁরা সর্বক্ষণের রাজনীতিক, বাঙালি মুক্তি ও কল্যাণ-চিন্তায় তাদের সোচ্চার ভূমিকা লোকমনোরঞ্জক পাঁচালি ছাড়া আর কিছুই নয়। কিন্তু এর বাইরে বৃহত্তর বাঙালি সমাজে এমন কিছু ব্যক্তিত্ব রয়েছেন, যাঁরা রীতিমতো বিরল প্রজাতিভুক্ত। নুরুল ইসলাম বি. এসসি. নিঃসন্দেহে সেই বিরল প্রজাতিরই বাশিন্দা। যে বাঙালির হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস রয়েছে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সেই বিশাল বাঙালি জনগোষ্ঠী আজ এত অধঃপতিত কেন, কেন তার এই সার্বিক অবনমন, তার উৎস সন্ধানে ডুবুরির মতো বাঙালির ইতিহাস- সমুদ্রের গভীর তলদেশে ডুব দিয়েছেন তিনি। এবং সন্ধান করার চেষ্টা করেছেন জাতিটির অধঃপতনের সেইসব কারণ। ‘রাজনীতির এপিঠ-ওপিঠ’ নুরুল ইসলাম বিএসসি-র সেই বিরলতম গ্রন্থ, যেখানে একদিকে তিনি ইতিহাসকার, নির্মোহ সত্যসন্ধানী, পাশাপাশি ভবিষ্যদ্বক্তা। এই গ্রন্থ আমাদের রাজনৈতিক ও সামাজিক সাহিত্যের ভান্ডারে নিঃসন্দেহে একটি মূল্যবান সংযোজন।