রুদ্ধ দিনের অরণ্যেরা

৳ 100.00

এই স্বাধীন বঙ্গভূমিতে জমিদার বৃদ্ধ অবনীপ্রসাদ আর আসবেন না। সেও চেয়েছিলো মুক্তিযোদ্ধা হতে। পঙ্গুত্ব, বার্ধক্য তাকে মৃত্যুর মুখে ফেলেও দূরে সরিয়ে দিতে পারেনি ‘মুক্তিযুদ্ধ’।

এদিন আর সেদিন নয়। তবু ঘটনাবলি বেঁচে আছে ইতিহাস হয়ে। যেমন ছিল সিপাহি বিদ্রোহ আর ফকির বিদ্রোহের মজনু আর মুসা শাহ্-রা।

এই ইতিহাস সবার জানা। তবুও অজানা কথারা ভিড় করে প্রকাশ পাওয়ার আশায় এদেশে একদিন মুক্তিযুদ্ধ হয়েছিল। এ-কথা ভুললে চলবে না─‘মুক্তির মঞ্চের সোপান তলে কত প্রাণ হল বলিদান।’

হ্যাঁ, সেই কথার পুনরাবৃত্তি হয় বারবার। তবু তারা পুরোনো হয় না। হবে না কখনো। আগামী প্রজন্ম জানবে তাদের পূর্বপুরুষ পরাজিত হয়নি। তারাও হবে না।