রুপালি জোছনায় ভেজা জীবন

৳ 200.00

মৌলি আজাদের ‘রূপালি জোছনায় ভেজা জীবন’ গল্পের বইয়ে রয়েছে ১২টি গল্প। যেকোনো নারীর কাছেই তার সন্তানেরা প্রিয়। কিন্তু যে নারী তার যে সন্তানকে কখনো চোখেই দেখেনি, শুধু যার গর্ভে মাত্র দেড় মাস একটি ভ্রূণ জায়গা করে নিয়েছিল, এক নারীর সেই ভ্রূণের সাথে সামান্য কয়েকদিনের বসবাসের সময়ে সুখদুঃখ ও জীবনের নানা বিষয়ে কল্পিত আলাপচারিতার গল্পের নাম বিচি; এ সমাজের একজন যুবকের জীবনে পরতে পরতে ব্যর্থতার গল্পের নাম ব্ল্যাক আউট; বর্তমান প্রজন্মের দেশ নিয়ে ভাবনা নিয়ে লিখেছেন নতুন প্রজন্মের যুদ্ধ; একবিংশ শতাব্দীতে এসেও গল্পের শহুরে নায়িকা স্নিগ্ধার চলার পথের নানা বিপত্তির গল্পের নাম জাল; নারী পুরুষের প্রেম-বিয়ে, সমাজবহির্ভূত সম্পর্ক ও তাদের সম্পর্কের শোচনীয়তা নিয়ে ভিন্নভাবে চিত্রায়িত গল্পের নাম স্লিপিংপিল।, ধূসর মুগ্ধতা ও তার অপহরণ হবার পরে; আমাদের দেশের সেলাই শ্রমিকদের তিলে তিলে নিঃশেষ হবার বাস্তবচিত্রের ব্যঙ্গাত্মক প্রকাশ পেয়েছে গল্প নয়, পরিবার-সমাজ কীভাবে নায়িকা রুমকিকে বোবায় পরিণত করে তাই বোবা গল্পে তুলে ধরা হয়েছে। চাইলেই মানুষ হওয়া যায় কি? মানুষ গল্পে লেখিকার নিজেরও তা জিজ্ঞাসা। এ সমাজের একজন ঊর্ধ্বতন অফিসার ও তার জন্মদাত্রী মায়ের কল্প-বাস্তবতার নানা বিষয় নিয়ে গল্প গোলামের গর্ভধারিণী। পিছুটান গল্পটি এ সমাজের উচু ও নীচু তলার নারীদের একসূত্রে বাঁধা পড়ার গল্প।আশা করা যায় এ গল্পের বইটি সমৃদ্ধ করবে পাঠকের শিল্পকলার সাথে বসবাস।