খুন হবার দুই রকম পদ্ধতি

৳ 180.00

রোকে এন্টনিও ডালটন গার্সিয়া (১৯৩৫-১৯৭৫)এল সালভেদরের কবি ও বিপ্লবী।জন্ম সান সালভেদরে। ১৯৩৫ সালে,মে মাসের ১৪ তারিখে।পড়েছেন আইন ও সমাজ বিজ্ঞান।অটো রেনে কাস্তিলোর সঙ্গে ১৯৫৫ সালে তিনি সেন্ট্রাল আমেরিকান পোয়েট্রি প্রাইজ পান,আর সে বছরই কমিউনিস্ট পার্টিতে যােগদান করেন। অনেকবার জেলে গিয়েছেন, ফাঁসির আদেশ হবার পরেও বিস্ময়কর ভাবে বেঁচে গিয়েছিলেন তিনি। ১৯৭৫ সালে আততায়ীদের হাতে নিহত হন ।

কবিতায় রাজনীতি থাকবে না, একথা বলে কবিতাকে তার সময়ের সঙ্গে মোকাবিলার সাহস থেকে দূরে সরিয়ে রাখার একটি ধারা সবসময় সরব থাকে। রাজনীতি সরাসরি কাব্যের বিষয় হয়েও কবিতা হলো কিনা সেটা কবিদের জন্য অবশ্যই শিক্ষণীয় তর্ক, কিন্তু সেটা শুধু বিষয় দ্বারা না, একটি দেশে কবিতার ইতিহাস, কবিতার সময়কাল এবং কবি বিষয়কে কিভাবে কাব্যে গ্রেফতার করতে গিয়ে মুন্সিয়ানা। দেখাচ্ছে ইত্যাদি নানা কিছু জড়িত। সবচেয়ে বড় কথা কবিতার মধ্য দিয়ে এমন কোন সময়কালকে আমরা চিনতে পারি কিনা যা সমকালীন অন্যান্য কণ্ঠস্বরে অনুপস্থিত।ষাট থেকে সত্তর দশকের ল্যাটিন আমেরিকার যে বাস্তবতা তার সঙ্গে এখনকার বাংলাদেশের দুর্দান্ত মিল।সেই বিবেচনা থেকেই এই কবিতাগুলাের তর্জমা বাংলাদেশের পাঠকদের হাতে তুলে দেওয়া হচ্ছে । রোকে ডালটন আমাদের বিশেষত তরুণ কবিদের কাজে আসতে পারে ভেবে এই চেষ্টা। কবিতা সবসময়ই ইতিহাসের নানান কালপর্বে লড়াকু ভূমিকা রেখেছে। কিন্তু আঙ্গিকের দিক থেকে এই দিক। পরিবর্তনের একটা লক্ষ্যণীয় বৈশিষ্ট্য আছে। সেটা হলো সোজা সিধা স্পষ্ট কথা বলার ধরণ।