লড়াকু পটুয়া

৳ 270.00

ডকুমেন্টারি ভঙ্গিতে লেখা লড়াকু পটুয়া শিল্পী কামরুল হাসানের চীবনীভিত্তিক উপন্যাস। সুলতান, নভেরা এরং একজন আরজ আলী লেখার অনেক বছর পর আরো একটি জীবনীভিত্তিক উপন্যাস লিখেছেন লেখক। তিনি জীবনীভিত্তিক উপন্যাস লেখেন কেবল প্রধান চরিত্রের জীবনে বৈচিত্র্যের জন্য না, ঘটনাবহুলতার কারণেও না তিনি লেখেন তাদেরকে নিয়েই যারা সমকালে এবং পরবর্তী প্রজন্মের কাছে নির্দিষ্ট বক্তব্য রেখে গিয়েছেন। এই অর্থে তাঁদের জীবন তার কাছে শিক্ষামূলক এবং আদর্শময়। কামরুল হাসান আধুনিক শিল্প শিক্ষায় শিক্ষিত হয়েও বাংলার গ্রামীণ সাংস্কৃতিক ঐতিহ্য, বিশেষ করে লোকনৃত্য, কারুশিল্প ও পটচিত্রের প্রতি আকৃষ্ট হন যা তার চিত্রকর্মে  ক্রমেই প্রাধান্য পেয়ে তাকেপটুয়া অভিধায় অভিষিক্ত করেছে। যামিনী রায়ের সঙ্গে তুলনা করা হলে ও কামরুল হাসান এই পটশিল্পের আধুনিকায়ন করেছেন সবচেয়ে বেশি সফলভাবে যে কথা বলা হয়েছে এই উপন্যাসের। অনন্য শিল্পী জীবনের পাশাপাশি অগ্রসর হয়েছে সমাজমনস্কতা, প্রগতিশীলতা এবং মানবিক মূল্যবোধ। প্রচলিত রাজনীতি নয়, সাংস্কৃতিক রাজনৈতিক আন্দোলনে কামরুল হাসান ছিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পুরোধায়। এর জন্যই তিনি পটুয়ার সঙ্গেলড়াকুর খ্যাতিও পেয়েছিলেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শিল্পীর বর্ণাঢ্য এবং কর্মবহুল জীবন যেন উপন্যাসের বিষয় হয়েই গড়ে উঠেছে, শুরু থেকে শেষ মুহূর্তের নাটকীয় যবনিকাপাত পর্যন্ত। এই ভাবে তিনি হয়ে উঠেছেন কিংবদন্তির নায়ক। এই উপন্যাস আমাদের শিল্পকলার ইতিহাসের উজ্জ্বল এক অধ্যায়ের বিবরণ; একই সঙ্গে সমাজ পরিবর্তনের দলিল।