শহীদ মিনার

৳ 140.00

শহীদ মিনার দৃশ্যত ভাষা শহীদের স্মৃতির মিনার, কিন্তু শহীদ মিনার এ দেশের সব শহীদের স্মৃতির মিনার। শহীদ মিনার এ দেশের সব সংগ্রামের অনুপ্রেরণার উৎস।শহীদ মিনার বায়ান্নো, বাষট্টি, ছেষট্টি, উনসত্তর, সত্তর, একাত্তরের সংগ্রামের আর শত, সহস্র, লক্ষ শহীদের প্রতীক। শহীদ মিনার বাঙালির জাতিসত্তার জাগরণের প্রতীক, বাঙালির স্বাধীনতা সংগ্রামের প্রতীক, বাঙালির মুক্তিযুদ্ধের প্রতীক। শহীদ মিনার বাঙালি জাতীয়তাবাদের প্রতীক। তাই বাঙালির শত্রু বারবার এ মিনার ধ্বংস করতে চেয়েছে। শহীদ মিনার হাজার বছরের বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা বর্ণমালার প্রতীক। শহীদ মিনার আবহমান বাংলা ও বাঙালির মহান ঐতিহ্যের প্রতীক। শহীদ মিনার বাঙালির সংস্কৃতির প্রতীক। শহীদ মিনার সংগ্রামের প্রতীক। শহীদ মিনার সৃষ্টির প্রতীক। শহীদ মিনার পুরনো রাষ্ট্র ও সমাজ ভেঙ্গে নতুন রাষ্ট্র ও সমাজ গড়ার প্রতীক। শহীদ মিনার অন্যায় শাসন ও শোষণ অবসানের সংগ্রামের প্রতীক, শহীদ মিনার অর্থসামাজিক সাম্য প্রতিষ্ঠার প্রতীক। শহীদ মিনার মানুষের মিনার, শহীদ মিনার সকল মানুষের জন্য উম্মুক্ত। ধর্ম, সম্প্রদায়, শ্রেণি, পেশা নির্বিশেষে মানুষের মিলন তীর্থ শহীদ মিনার প্রাঙ্গণ। কিন্তু শহীদ মিনার শুধু অতীতের ত্যাগ ও তিতিক্ষার প্রতীক নয়, শহীদ মিনার বর্তমানের সংগ্রামের প্রতীক। শহীদ মিনার ভবিষ্যতের আশার প্রতীক। অমর ভাষা শহীদদের স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে শহীদ মিনার। এ মিনার এখন শুধু আর ইট-পাথরের তৈরি নয়, এ মিনার বাঙালির সাংস্কৃতিক উত্তরাধিকার, তার গভীরতম সত্তা। নিঃসন্দেহে শহীদ মিনারের পূর্বাপর ইতিহাস ও আলেখ্য নিয়ে এক উজ্জ্বল ও অনন্য সংগ্রহ এই বই।