শেখ ফজলুল হক মণি অনন্য রাজনীতির প্রতিকৃতি

৳ 160.00

শেখ ফজলুল হক মণি স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত একটি নাম। ষাটের দশকের গোড়া থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি জাতীয় রাজনীতিতে ছিলেন বিশেষ এক গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার বিরাট যোগ্যতা, তীক্ষ্ণ মেধা ও মননের কারণেই রাজনীতি ও সাংবাদিকতায় তিনি মর্যাদার আসন তৈরি করে নিতে সক্ষম হয়েছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চার বোন ও দুই ভাইয়ের মধ্যে ছিলেন তৃতীয়। তার দ্বিতীয় বড় বোনের বড় সন্তান ছিলেন শেখ মণি। তিনি তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার বড়। জাতির জনকের প্রিয় ভাগিনা হিসেবেই শুধু নয়- শেখ মণি তার ধী-শক্তির যোগ্যতা, সংগ্রামী চেতনা, ত্যাগ ও নির্যাতন ভোগের মাধ্যমেই জাতীয় রাজনীতিতে নিজের পরিচয় সমুন্নত করে তুলেছিলেন। শেখ মণি-কে নিয়ে কোনো বই বা জীবনীগ্রন্থ মৃত্যুর পঁয়ত্রিশ বছরেও লেখা হয়নি। বিচ্ছিন্নভাবে কিছু প্রবন্ধ-নিবন্ধ প্রকাশ পেলেও তা ছিল একেবারেই অসম্পূর্ণ। অনেক ক্ষেত্রে শেখ মণি সম্পর্কে বিস্তারিত না জেনেই সমালোচনার তীর ছোড়া হয়েছে তার দিকে। যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ভালো-মন্দ দুই ই থাকে, কিন্তু কোনো নেতার জীবন-সংগ্রাম সম্পর্কে নির্মোহ দৃষ্টিতে সবকিছু না জেনে-না শুনেই সমালোচনা করা- এক ধরনের দীনতা। আমাদের সমাজে এ ধরনের দীনতা ব্যাপক। অনেক দেরিতে হলেও ‘শেখ ফজলুল হক মণি : অনন্য রাজনীতির প্রতিকৃতি’ বইটি ব্যক্তির স্মৃতিচারণায় প্রকাশের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমরা অনেকটা হালকাবোধ করছি। শহীদের রক্তঋণ শোধ করার এ এক ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।