শ্রেষ্ঠ কবিতা

৳ 250.00

কবি শাহিদ আনোয়ার আশির দশকের জাতক। তার এমনই এক কবিতার ঋজু বক্তব্য, মগ্নচৈতন্যের স্বতন্ত্র কাব্যভাষা- যা পাঠককুলের সাধুবাদ অর্জন করেছে। প্রচারবিমুখ, নিভৃতচারী শাহিদ আনোয়ার নিজস্ব কাব্যভঙ্গি, শব্দ বুননের দক্ষতায় এবং মৌলিকত্বে এক বিরলপ্রজ কবি । শুঁড়িখানার নুড়ির মধ্যে যিনি শুধু গোলাপ ফুটতেই দেখেন না, মাতাল অন্ধকারও দেখেন। সেখানেই তিনি সন্ধান পান জীবনের অনেক গূঢ় সত্যের। রূপ-অরূপ, নিত্য-অনিত্যের ইঙ্গিতময়তার মধ্য দিয়ে কবির কাছে ধরা দেয় অনেক অনালোকিত বিষয়। তার কাছে উদ্ভাসিত হয়ে ওঠে নতুন আঙ্গিকে। জীবনকে তখন তিনি প্রশ্ন করতে শেখেন- আবার অনেক প্রশ্নের জবাবও তিনি খুঁজে পান জীবনের আটপৌরে লৌকিকতায়। কখনো তার কাছে মনে হয় তিনি যেন কুঁকড়ে আছেন মনোটোনাস গর্ভে-অথবা টেম্পরারি কোনো রেস্তোরাঁয়, কখনো প্রতিবেশিনীর জন্য লেখেন এলিজি কিন্তু তারপর তিনি অনুভব করেন- ব্যথা হচ্ছে আপেলবিশেষ। কবির পিপাসা কখনো ডানা মেললে কী হবে- বৈদেহী এক ওষ্ঠ পুড়তেই থাকে; বিজ্ঞাপন কন্যার হাতছানি তাকে প্রেম প্রত্যাশার মধ্যে অন্য প্রপঞ্চ তুলে ধরে- কবি তখন খুঁজতে থাকেন নিজস্ব গন্তব্য- যাপিত জীবনের প্রেম প্রশ্ন আর প্রত্যাশা নিয়ে কবি তখন সেই গন্তব্যের অভিমুখে যাত্রা করেন- যে যাত্রা বন্ধুর; সে যাত্রায় কবির জীবনের একান্ত সমুদয় অভিজ্ঞান তার পাথেয় হয়ে ওঠে কেবল। এ এক নিভৃতচারী কবির একান্ত ভাষ্য যা জীবনের, যা প্রেমের, যা বেদনার এবং যা একই সঙ্গে প্রত্যাশার।