সবুজপত্র ও আধুনিক বাংলা সাহিত্য

৳ 425.00

সবুজপত্র বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী পত্রিকা। চলিত গদ্যরীতি প্রচলনের আন্দোলনসহ গত একশ বছরে এ পত্রিকা বাংলা ভাষা, বাঙালি-জীবন ও বাংলা সাহিত্যে কতটুকু প্রভাব বিস্তার করেছে, তা বিশ্লেষণ করা হয়েছে এ গ্রন্থে। মশাররফ-মানসে বিধৃত সমন্বয়ধর্মী জীবন-ভাবনা ও অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ নিয়েও আলোকপাত করা হয়েছে। এছাড়া আধুনিক বাংলা সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে আধুনিকতার উদ্গাতা’। সাহিত্যের বিষয় ও আঙ্গিকে তিনি যে আমুল পরিবর্তন সাধন করেন করেছেন, তার পর্যালোচনা আছে গ্রন্থটিতে। জীবনানন্দ দাশের কবিতায় আধুনিক জীবন-যন্ত্রণাজাত বিচ্ছিন্নতা কীভাবে রূপায়িত হয়েছে, তারও বিশ্লেষণ আছে এতে। কথাশিল্পী। মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পীসত্তার স্বরূপ-সন্ধান ছাড়াও পঞ্চাশের দশকের খ্যাতিমান কবি আবদুল গনি হাজারী ও শহীদ কাদরীর কবিতার বিষয়বৈভব বিশ্লেষণ এবং বাংলাদেশের কবিতায় বিধৃত স্বাধিকার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের আলেখ্য সম্পর্কিত লেখা স্থান পেয়েছে এ-গ্রন্থে। এক কথায়, সবুজপত্র ও আধুনিক বাংলা সাহিত্য গ্রন্থের প্রবন্ধগুলোতে ড. এম আবদুল আলীমের । চিন্তার গভীরতা ও মননশীলতার ছাপ স্পষ্ট। এতে আধুনিক বাংলা সাহিত্যের অতলস্পর্শী বিশ্লেষণ পরিদৃষ্ট হয় । বইটি বাংলা সাহিত্যের স্নাতক। (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র-ছাত্রী, বোদ্ধা পাঠক এবং গবেষকদের বিশেষ উপকারে আসবে।