সব কিছু নষ্টদের অধিকারে যাবে

৳ 150.00

 

জ্বলো চিতাবাঘ- এর বিমানবিকতার পর অনেক বেশি মানবিক হয়ে উঠেছে সব কিছু নষ্টদের অধিকারে যাবে- এর কবিতাগুলো। সমাজ ও চারপাশের অশুভকে আমি ভুলি নি, যদিও কখনো স্লোগানে মেতে উঠিনি, এবং শুভর জন্যে আমার কামনা অন্তহীন থেকেছে সব সময়ই। ‘সব কিছু নষ্টদের অধিকারে যাবে’ কবিতাটির কথাই ধরা যাক;-সব কিছু নষ্টদের অধিকারে যাচ্ছে বলে আমি উল্লসিত হয়ে উঠিনি, বরং এক ট্র্যাজিক হাহাকারে ভরে উঠেছি। এবং রয়েছে আমার তীব্র প্রেম-হৃদয়ের ও শরীরের, যা কবিতাপরস্পরায় বয়ে চলেছে। প্রেমে যেমন কোমল হয়ে উঠেছি, কামে যেমন প্রজ্বলিত হয়েছি, তেমনি সমাজরাষ্ট্রকে দেখে ক্ষুব্ধ হয়েছি। আমি কখনোই ভুলিনি ভাষার কথা, ভুল ভাষায় আমি কবিতা লিখিনি, ভাষাকে পরিস্রুত করতে চেয়েছি কবিতার পর কবিতায়। কবিতাগুলোয় প্রবল হয়ে উঠেছে বক্রাঘাত। আমি শুরু থেকেই ছিলাম খাপ-না-খাওয়া মানুষ, এ–বইয়ের কবিতালোয় প্রবলভাবে হয়ে উঠেছি খাপ-না-খাওয়া কবি, যদিও রোম্যান্টিক কবিতা থেকে আমি বাস করেছি অনেক দূরে।