সিরাজগঞ্জে ভাষা আন্দোলন

View cart “মানুষের ইতিহাস: মধ্য যুগ” has been added to your cart.

৳ 450.00

ভাষা আন্দোলন বাঙালির জাতীয় জীবনের এক তাৎপর্যপূর্ণ ঘটনা। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর, আউয়াল, অহিউল্লাহসহ অনেকের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় বাংলা ভাষার মর্যাদা। এই আন্দোলনের সূত্র ধরেই নানা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। ঢাকায় যেমন, তেমনি ঢাকার বাইরেও এ-আন্দোলন ছড়িয়ে পড়ে। যমুনা-বিধৌত সিরাজগঞ্জেও এই আন্দোলন আছড়ে পড়ে। ১৯৪৮ এবং ১৯৫২ উভয় পর্বেই এ অঞ্চলে ভাষা আন্দোলন ব্যাপকতা লাভ করে । সিরাজগঞ্জের ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’-এর আহ্বায়ক ছিলেন সাইফুল ইসলাম। তাঁর নেতৃত্বেই এখানে ভাষা আন্দোলন গড়ে ওঠে। এছাড়া নজরুল ইসলাম খান, মীর আবুল হােসেন, মােতাহার হােসেন তালুকদার, আজিজ মেহের, তমিজুল ইসলাম, মফিজ উদ্দিন, আনােয়ার হােসেন রতু, সৈয়দ কায়সার আলী, হায়দার। আলী, মারোদুজ্জামান, নির্মল বসাকসহ অনেকেই | সিরাজগঞ্জের ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন । ভাষা আন্দোলনের সমসাময়িক পত্র-পত্রিকায়, বিশেষ করে আনন্দবাজার, সৈনিক ও আজাদে সিরাজগঞ্জের ভাষা আন্দোলনের তাৎক্ষণিক অনেক সংবাদ প্রকাশিত হয়েছে । বিভিন্ন ঐতিহাসিকের বিশ্লেষণ, স্মৃতিকথা এবং আত্মজীবনীতেও রয়েছে এখানকার ভাষা আন্দোলনের প্রতিদিনের ঘটনার বিবরণ। ‘সিরাজগঞ্জে ভাষা আন্দোলন’ গ্রন্থে ড. এম আবদুল আলীম বস্তুনিষ্ঠ ও নির্মোহ দৃষ্টিতে এখানকার ভাষা আন্দোলনের ইতিহাস তুলে এনেছেন । বইটি সাধারণ পাঠক এবং ইতিহাসের অনুসন্ধিৎসু গবেষকদের বিশেষ উপকারে আসবে বলে দৃঢ়তার সঙ্গে বলা যায় ।