স্বপ্নের জোড়াতালি

৳ 100.00

সমাজে এক দল মানুষ আছে, যাদের মধ্যে সবসময় প্রেরণা কাজ করে। এরা কাজ করে অন্তরের টানে এবং সেই কাজের ভালোবাসায় মিশে থাকে।  তাদের মনে সব সময়  কৌতূহল জাগ্রত থাকে। কোনো সমস্যা বা অপারগত তাদের কৌতূহলকে নিবৃত্ত করতে পারে না। ‘আমি জানি না’ বা ‘আরো জানতে চাই’-এই হলো প্রেরণার মোদ্দাকথা। জীবনকে সচল রাখতে চাই প্রশ্নের উত্তাপ। চারিদিকে তাকিয়ে দেখুন,  সবাই কাজ করছে স্রেফ বেঁচে থাকার তাগিদে। ভালোবেসে নিজের কাজ নির্বাচন করেছেনÑ পৃথিবীতে এমন মানুষের সংখ্যা খুবই কম। অধিকাংশ মানুষ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যেকোনো একটা কাজ বেছে নিতে বাধ্য হয়। এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন নির্মমতা। এই পৃথিবী বড় আশ্চর্যের। এর বিশালত্বের তুলনায় আমাদের অসহায়ত্ব প্রকট। পৃথিবীর রঙ্গমঞ্চে দূর মহাকাষের নক্ষত্র থেকে আলো ঠিকরে এসে পড়ে। আমরা  সবাই এই রঙ্গমঞ্চের প্রদর্শনীতে অংশ নেওয়ার টিকিট পেয়েছি মাত্র;  যার মেয়াদ খুবই কম- দুটো নির্দিষ্ট তারিখের মধ্যে সীমাবদ্ধ । সেই সময়টাকে নিজের ইচ্ছেমতো সাজিয়ে নিতে বাধা কোথায়? যদি বলি, আমি সেই বিরল সৌভাগ্যবানদের একজন,  যে কিনা মনের আনন্দে কাজ বেছে নিয়েছি  এবং কাজের সঙ্গে প্রতিনিয়ত ভালোবাসা যুক্ত করতে পারছি, তবে কি সেটা খুব বেশি বাড়িয়ে বলা হবে?