হে অন্ধ জলের রাজা

৳ 140.00

এক সহজাত কাব্যপ্রতিভার অধিকারী সত্তর দশকের অন্যতম প্রধান কবি আসাদ মান্নান। তিনি জন্মসূত্রে সমুদ্রের কবি হিসেবে খ্যাতিমান। তার কবিতার মর্মমূলে নদী ও সমুদ্রের সঙ্গে চিরকালীন নারী ও নিসর্গের এক অপূর্ব সম্মিলন ঘটেছে, যা বাংলা কবিতার শক্তি ও সম্ভাবনাকে ভিন্ন মাত্রা প্রসারিত করেছে। আর এ জন্যে তিনি স্বতন্ত্রস্বরের কবি। কবি আল মাহমুদের দৃষ্টিতে-‘আসাদ মান্নান প্রকৃত প্রেমের কবি’। কিন্তু তার কবিতায় নারী-পুরুষের প্রথাগত প্রেমের অনুরণন কোথাও অনুভূত হয় না বরং প্রেমময় এক জীবনতৃষ্ণার অফুরন্ত আকাঙ্ক্ষা গভীর এক রহস্যময়তায় উন্মোচিত হতে দেখা যায়। তিনি মা-মাটি ও মাতৃভূমির বেদনাকে নিসর্গের ক্যানভাসে বিচিত্র রং ও রেখায় একজন নিপুণ শিল্পীর অসামান্য কল্পনায় অঙ্কন করেছেন- এঁকেছেন বহুমাত্রিক শব্দচিত্র। কবি শামসুর রাহমান যাকে তারিফ করেছেন কলমচিত্রকর বলে। বলা যায়, এ ক্ষেত্রে তিনি সমসাময়িক কবিদের ও ছাড়িয়ে গেছেন অবলীলায়।…‘হে অন্ধ জলের রাজা’ গ্রন্থের প্রতিটি কবিতার চরণে চরণে আসাদ মান্নান তার সম্মোহনী কবিশক্তির পরিচয় ‍দিয়েছেন, যা পাঠকের মনে একধরনের নন্দন-আনন্দবোধের জাগরণ সৃষ্টি করে এবং প্রত্যেক কবিতার প্রায় প্রতিচরণে তিনি খুঁজে বেড়িয়েছেন এমন সব মুগ্ধতাশ্রয়ী পঙক্তি যার ফাঁদে আটকা পড়ে রসভোক্তার চিত্ত। ছয় বছর ধরে লিখিত ‘আমার সমুদ্রপাঠ’ শীষক একটি দীর্ঘ কবিতার খসড়ার কয়েকটি অনুচ্ছেদ পরিমার্জন করে ‘হে অন্ধ জলের রাজা’ নামে প্রকাশ করা হয়েছে। সঙ্গে কবির অগ্রন্থিত কিছু কবিতা অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের দৃঢ়বিশ্বাস: এ গ্রন্থ পাঠে প্রকৃত কাব্যরসিকজন বাংলা ভাষার একজন সহজাত প্রকৃত কবি প্রতিভার স্পর্শ অনুভব করবেন, যাকে তুলনা করা যায় প্রথম নারী বা নরের মধুর ছোঁয়ার সঙ্গে।