আবদুল মান্নান সৈয়দ
সৈয়দ আবদুল মান্নান ওরফে আবদুল মান্নান সৈয়দ ১৯৪৩ সালে পশ্চিমবঙ্গের জালালপুর নামক গ্রামে জন্মগ্রহণ করেন।
ঢাকার নবাবপুর সরকারি উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক (১৯৫৮) ও ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক (১৯৬০) পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক (১৯৬৩) ও স্নাতকোত্তর (১৯৬৪) ডিগ্রী অর্জন করেন।
সারাটা জীবন তিনি দেশের বিভিন্ন কলেজে পড়িয়ে কাটিয়েছেন। কবি, গবেষক ও সাহিত্য-সম্পাদক হিসাবে পরিচিত হলেও তিনি গল্প, উপন্যাস, সমালোচনা, নাটকসহ সাহিত্যের বিভিন্ন শাখায় অনেক অবদান রেখেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দেড় শতাধিক।
তাঁর বইয়ের মধ্যে ‘জন্মান্ধ কবিতাগুচ্ছ’, ‘জ্যোৎস্না রৌদ্রের চিকিৎসা’, ‘অ-তে অজগর’, ‘কলকাতা’, ‘সত্যের মত বদমাশ’, ‘শুদ্ধতম কবি’ উল্লেখযোগ্য।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকসহ বিভিন্ন পদক পেয়েছেন তিনি।
২০১০ সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
Showing the single Book