ড. মুকিদ চৌধুরী
জন্ম : ১২ নভেম্বর ১৯৬৮। লন্ডন বিশ্ববিদ্যালয়ে অনার্স থেকে পিএইচডি। টিউশনি দিয়ে কর্মজীবন শুরু। তারপর বিশ্ববিদ্যালয়ের সহকারী পদ অধিকারসহ নানান অভিজ্ঞতা—স্থানীয় সরকারের উন্নয়ন প্রকল্পের বিভিন্ন পদ লাভ, প্রধান কর্মকর্তার পদে অধিষ্ঠিত হওয়া, বিভিন্ন সংস্থার মহাপরিচালক হিসেবে কাজ করা। ‘বাংলা মুভমেন্ট থিয়েটার’ শিল্পশৈলীর জনক। শিল্প-সাহিত্যের নেশা প্রবল তাই ভবিতব্য ঘোষণা ‘নন্দন-দর্শনের পথেই মানবদর্শন’ শিল্প সাহিত্য সাধনাই তার জীবনসাধনা, মানবসাধনা। পিতা-মাতা : দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী ও রত্নগর্ভা শিরীণ চৌধুরী। ভাই-বোন : আব্দুল বাসিত চৌধুরী, পারভীন চৌধুরী ও ড. হাসনীন চৌধুরী। শখ : ভ্রমণ, নৃত্যকলা, নাট্যকলা, সাহিত্যসাধনা। নাট্যোপন্যাস : অশোকানন্দ, কবিকথন, একটি আষাঢ়ে স্বপ্ন, অচিন দ্বীপের উপাখ্যান, জলের ভেতর জলের বিসর্জন, অপ্রাকৃতিক প্রকৃতি, গোমতীর উপাখ্যান, রাজাবলি, কর্ণপুরাণ, তারকাটার ভাজে, যোদ্ধা, ফুলবউ ইত্যাদি। নাট্যোপন্যাসসম্ভার : পঞ্চবিন্দু, পঞ্চবেদ ও পঞ্চপুরাণ। কবিতাসম্ভার : কাব্যসমগ্র-১, মেঘদূত, বিষের বিন্দু, গঙ্গাঋদ্ধির নারীবৃন্দ, অনাহূত অতিথি, রাজা গৌড় গোবিন্দ। গল্পসম্ভার : তীরের বৃক্ষরাজি, কস্তুরী গন্ধ ও খুঁত। কথাসম্ভার : স্বরূপ অন্বেষণে, কথাকলির একটি মানচিত্র ও আপন মানুষ। আলোচনাসম্ভার : সাহিত্যিক সালেহা চৌধুরীর সাহিত্য জগৎ, সিরাজুল ইসলাম কথাশিল্পীর কথাসাহিত্যের নকশা ও কবিতার নিসর্গে আতাউর রহমান মিলাদ। গবেষণা : ফরাসি বিপ্লব, প্রথম বিশ্বযুদ্ধ, নৃত্য। সম্পাদনা : সংযোজন, অভিবাসের কথকতা ও রুষ্টরুদ্রের প্রলয়কৃঞ্চন। কলাম : বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখা। পদক : নাট্যগুরু পদক ভারত, ২০১৮, জেলা শিল্পকলা একাডেমি পদক নৃত্যকলা, হবিগঞ্জ, ২০১৩, ইউভা পদক মঞ্চ, ইউকে, ১৯৯৭।
Showing all 2 Books