নঈম নিজাম
নঈম নিজাম (>>>>>>>) কুমিল্লা জেলার নাঙ্গলকোটে জন্মগ্রহণ করেন।
১৯৮৮ সালে সাপ্তাহিক সন্দ্বীপের মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু। কাজ করেছেন আজকের কাগজ, ভোরের কাগজ ও বাংলাবাজার পত্রিকায়। টানা পাঁচ বছরের বেশি সময় এটিএন বাংলা বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
‘গণ আদালত’, ‘আওয়ামী লীগ সেনাবাহিনী শেখ হাসিনা’, ‘কর্নেল তাহেরের ফাঁসি ও জিয়া জেনারেল নাসিমের সেনা বিদ্রোহ’ তাঁর কয়েকটি উল্লেখেযোগ্য বই।
Showing the single Book