মাসুদা ভাট্টি
মাসুদা ভাট্টির জন্ম ১৯৭৩ সালে ফরিদপুরে। মস্কো থেকে স্নাতকোত্তর লেখাপড়া শেষে বর্তমানে লন্ডনে বসবাস করছেন। সাংবাদিকতার সঙ্গে যুক্ত এবং রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে পরিচিতিও সর্বাধিক। কিন্তু ঔপন্যাসিক আর ছোটগল্পকার হিসেবেই নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
‘প্রেম ও মৃত্যুর গল্প’, ‘চুমুক ও চুম্বন’, ‘পাঁচে পাঁচে পঁচিশ: একটি গল্প সংকলন’, ‘নৈঃশব্দের নগরী’, ‘অমরাবতী’ তাঁর কয়েকটি উল্লেখযোগ্য বই।
Showing all 3 Books