মিলন আহমেদ
মিলন আহমেদ পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদী উপজেলার চরমিরকামারী গ্রামে ১৯৬৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঈশ্বরদী থেকে স্কুল ও কলেজজীবন শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যাল থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (১৯৯১) ও স্নাতকোত্তর (১৯৯২) পাশ করেন।
বর্তমানে তিনি পাবনা জেলার আতঘরিয়া উপজেলায় অবস্থিত খিদিরপুর ডিগ্রি কলেজে শিক্ষক হিসাবে কর্মরত আছেন।
নারী-পুরুষ ভেদ তাঁর লেখা-লেখির অন্যতম বিষয়বস্তু।
‘তসলিমা নাসরিনের লড়াই’, ‘নারী আজও আংশিক মানুষ’ তাঁর দু’টি পরিচিত বই।
Showing the single Book