মুহম্মদ ফজলুর রহমান
মুহম্মদ ফজলুর রহমান পাবনা জেলার সদর থানার শালগাড়িয়ায় জন্মগ্রহন করেন। রাধানগর মজুমদার একডেমি থেকে মাধ্যমিক, এডওয়ার্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফিলোসফিতে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন।
কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেলেও সাংবাদিকতায় তাঁর বর্তমান পেশা। নিউইয়র্ক থেকে প্রকাশিত ‘ঠিকানা’র সম্পাদক হিসাবে কর্মরত।
‘আলো আমরা আলো’, ‘ইছামতির বাঁকে’ তাঁর দু’টি উল্লেখযোগ্য বই।
Showing the single Book