মোহীত উল আলম
মোহীত উল আলম ১৯৫২ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ দিন অধ্যাপনা শেষে তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করছেন। অনুবাদক হিসাবেও এই অধ্যাপকের যথেষ্ট খ্যাতি আছে।
‘গল্পে গল্পে ইংরেজী শেখা’, ‘ওথেলো’, ‘রোমান ট্র্যাজেডি’, ‘মৌমিতা’, ‘ম্যাকবেথ’, ‘কিং লিয়ার’ এবং ‘হ্যামলেট তাঁর কয়েকটি সুপরিচিত বই।
Showing the single Book