রফিকুর রশীদ
রফিকুর রশীদ (১৯৫৭-) মেহেরপুরে জন্মগ্রহণ করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করার পর ১৯৮৩ সালে শ্রী গোবিন্দপুর টি এস্টেটের সহকারী ম্যানেজার হিসেবে শুরু হয় তাঁর কর্মজীবন। মন টেকে না চা বাগানে। অচিরেই যোগ দেন কলেজ শিক্ষকতায়।
‘অজস্র নামে শেখ মুজিব’, ‘অশনিপাতের দায়’, ‘দিন যাপনের দায়’, ‘ফিরে এলো রাজপুত্তর’, ‘ভূতের বাড়ি হাত বাড়ানো’ তাঁর কয়েকটি প্রসিদ্ধ বই।
শিশু সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসাবে তিনি এম নূরুল কাদের শিশু–সাহিত্য পুরস্কার পেয়েছেন।
Showing the single Book