রাজিব আহমেদ
রাজিব আহমেদ (১৯৭৫) চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহন করেন।
স্কুল জীবনেই সাংবাদিকার মাধ্যমে রাজিব আহমেদের লেখালেখির সূচনা। পরবর্তীসময়ে সাংবাদিকতার পাশাপাশি চুয়াডাঙ্গা জেলার ইতিহাস-ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য সংগ্রহে আত্মনিয়োগ করেন। চারণের মতো চষে বেড়িয়েছেন চুয়াডাঙ্গার প্রতিটি গ্রামজনপদ। সাক্ষাৎকার নিয়েছেন অসংখ্য মুক্তিযোদ্ধার, ঘাঁটাঘাঁটি করেছেন সংশ্লিষ্ট বইপত্র। তারপর তৈরি করেন গবেষণা নিবন্ধ। তিনি চুয়াডাঙ্গা জেলার মুক্তিযুদ্ধের প্রামাণ্য ইতিহাস রচনার জন্যে বাংলা একাডেমির মনোনীত গবেষক। রাজিব আহমেদ বর্তমানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড–এর টেরিটরি ম্যানেজার হিসেবে কর্মরত।
‘মুক্তিযুদ্ধে মুজিবনগর: দলিল ও ইতিহাস’, ‘স্বপ্নের জোড়াতালি’, ‘জীবন জয়ের জাদু’, ‘খুঁজে নিন পছন্দেন চাকরি’, ‘রাজনৈতিক কৌতুক’ তাঁর কয়েকটি গুরুত্বপূর্ণ বই।
Showing all 8 Books