শামস মনোয়ার
শামস মনোয়ার। একজন দোভাষী কবি, সৃজনের অভয় অরণ্যে যার নাকি নিরলস পদ যাত্রা। নতুন ও পুরাতনের মাছে সৃষ্টির উৎকর্ষতা দেহ ও মনে জাগায় তার সন্তুষ্টির উপহার। বহুরূপি সংস্কৃতির ছোঁয়ার তার কবিতা, গীতি কবিতা, ছোটগল্প ইত্যাদি মাটির ঘ্রাণে ভরা শিল্পের নিখুঁত পর্যবেক্ষণ। সময়ের মাঝে ঝরা কলমের ফোঁটা সৃষ্টির ভরসা।
AANo products were found matching your selection.