সৈয়দ আবুল মকসুদ
সৈয়দ আবুল মকসুদ (১৯৪৬-) মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৬৪ সালে নবযুগ পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি দৈনিক প্রথম আলোর একজন নিয়মিত কলামিস্ট। এই দৈনিকে ‘সহজিয়া কড়চা’ এব ‘বাঘা তেঁতুল’ শিরোনামে তিনি সমাজ, রাজনীতি, সাহিত্য-সংস্কৃতি নিয়ে কলাম লেখেন।
‘বিকেলবেলা’, ‘দারা শিকোহ ও অন্যান্য কবিতা’, ‘স্মৃতিতে সৈয়দ ওয়ালীউল্লাহ’, ‘গান্ধী মিশন ডায়েরী’, ‘ঢাকার বুদ্ধদেব বসু’, ‘রবীন্দ্র রাজনীতি’ তাঁর কয়েকটি উল্লেখযোগ্য বই।
তিনি বাংলা একাডেমি পুরস্কারসহ নানা পুরস্কার পেয়েছেন।
Showing all 3 Books