৳ 200.00
একে একে নিভে যায় শহরের সমস্ত বাতি। নেমে। আসে নিঝুম রাত আকাশের গা বেয়ে। কিছু প্রেম পায় পূর্ণতা আর কিছু প্রেম হারিয়ে যায় অনেক অপূর্ণতায় । রাতপ্রহরীর বাশিও একসময় ক্লান্ত হয়ে থেমে যায়, থেমে যায় বিলাপ করে ডেকে ওঠা কুকুরের ডাক আর ও-পাড়ার নবজাতকের কান্নার ধ্বনি । এই সব থমকে যাওয়া রাতে জলতেষ্টার মতাে আমার কখনাে কখনাে ভীষণ প্রেমতেষ্টা পায়। সেই তেষ্টা মেটাতেই পুনরায় জন্ম নিই আমি আর আমার যাবতীয় অপ্রেমের অদ্ভুত সব আলাপ।