৳ 300.00
এসব কবিতা জেলখানারও নয়, জাগুয়ারেরও নয়- ব্যক্তির। এমন এক টাইম-স্পেন থেকে এরা এসেছে যেখানে বন্ধুত্ব ও বিবাহ, সন্তান ও মালিকানা, এবং কবিতা ও কর্তৃপক্ষ এখনও পরস্পরকে খারিজ করতে শেখে নি। ব্যক্তির দেহের ভেতরে সবাই মিলে তারা বেঁধে রেখেছে এক অব্যক্ত অন্ধকার বাসা। অব্যক্তকে ব্যস্ত করাই তো ব্যক্তির কাজ। কবিতা আর কী?