৳ 100.00
আইরিশ নাট্যকার জর্জ বানর্ড‘শ বলেছিলেন, ‘প্রেম হচ্ছে সিগারেটের মতো; এর শুরু আগুন দিয়ে আর শেষ ছাইতে।’ বিল ও হিলারির প্রেম বার্নাডর জগৎ-বিখ্যাত উক্তিটিকে একেবারে অসত্য বানিয়ে দিল দীর্ঘ ৫ বছর (আইভি লিগ ইয়েল ইউনিভার্সিটিতে) চুটিয়ে প্রেম করে ১৯৭৫ সালের ১১ অক্টোবর তাঁরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তখন বিলের বয়স ২৮ আর হিলারি ২৭। এরই মধ্যে তিনটি সুদীর্ঘ দশক কেটে গেলে বিল আমেরিকার প্রেসিডেন্ট হলেন; হিলারি সিনেটর- মাঝে তাদের দাম্পত্যে অনেক ঝড়-তুফান গেল। কিন্তু প্রেম যে অক্ষয় –তাই তাদের সংসার টিকে গেল; টিকে আছে; এবং টিকে থাকবে। তাদের প্রেম কাহিনী নিয়ে এই বই –আইভি লিগ লাভ স্টোরি।