- Home
- ∕
- Products
- ∕
- গবেষণা/ সাহিত্য সমালোচনা/ লোকসাহিত্য
- ∕
- আত্মনামে কবি: কবিতার দিকে দৃষ্টিপাত
৳ 1,200.00
শিল্পসাহিত্যের সকল মাধ্যমেই মানুষকে বিচিত্র ভাব ও ভঙ্গিতে নেড়েচেড়ে দেখার অভিপ্রায় উপস্থিত। তবুও জীবনের গভীরতলশায়ী অনুভব ও উপলব্ধির নির্যাসকে নিবিড়ভাবে আস্বাদন ও আত্মস্থ করতে আমরা প্রথমত কবিতার কাছে যেতে ভালোবাসি। ‘কবিতা ও জীবন একই জিনিসেরই দুইরকম উৎসারণ’—জীবনানন্দের এই উচ্চারণই কবিতা-সংশ্লিষ্ট বিশুদ্ধ মানুষের মনের কথা। কালোত্তীর্ণ কবিতা তার স্রষ্টাকেও পাঠকের সামনে মেলে ধরে। তবুও কখনো কখনো সংশয়াচ্ছন্ন হন কবি, রবীন্দ্রনাথের মতো পাঠককে মনে করিয়ে দেন, ‘তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি।’ এ-কারণেই কি আমরা আধুনিক কবিদের স্বনামে কবিতায় উপস্থিত হতে দেখি?
এই উপস্থিতির নিশ্চয়ই আরও অনেক কারণ আছে। এই বইয়ে ৫২ জন কবির আত্মনামে কবিতায় উপস্থিত হওয়ার কারণ চিহ্নিত করার প্রয়াস আছে। একই সঙ্গে গবেষক গ্রন্থভুক্ত কবিদের তাৎপর্যপূর্ণ প্রবণতাসমূহ অনুধাবন ও বিশ্লেষণ করতে চেয়েছেন। প্রাবন্ধিক পাঠকের ওপর নিজের অনুধাবন ও অভিমতকে চাপিয়ে না দিয়ে কবিতার পাঠককে সৃজনশীল হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন।
বিশেষ চরিত্রের কবিতার নামাঙ্কিত চরণ কিংবা চরণের অংশবিশেষকে প্রবন্ধগুলোর শিরোনাম করা হয়েছে। যাঁরা নিজের নামকেই কবিতার শিরোনাম করেছেন, কবিতার ভেতর নিজের নাম না থাকায় প্রবন্ধের শিরোনামে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। আলোচিত কবিতাগুলোর চৌম্বক চরণকে শিরোনাম হিসেবে বেছে নেওয়ার প্রয়াস প্রশংসনীয়।
তারেক রেজা আত্মনামে কবি : কবিতার দিকে দৃষ্টিপাত শীর্ষক বইটিতে পাঠকের সঙ্গে একজন কবি ও তাঁর কবিতার সংযোগ-সম্পর্কের বিচিত্র দিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করেছেন। বইটিতে গবেষণাধর্মী বিশ্লেষণ ও মূল্যায়নের ব্যাপারটিকে কবিতার মতোই নিবিড় ও নান্দনিক করে তোলার চেষ্টা পাঠককে ভিন্নতর আরাম ও আনন্দ দেবে আশা করি।