৳ 175.00
চিরচেনা সবুজ ও নির্মল সুন্দর প্রকৃতি যেন আমাদের কল্পনার প্রশ্নের সাথে মিশে গেছে।সেই রঙে মন রাঙিয়ে আমাদের জীবনের হাসি-গান,সুখ-দুঃখ;আমরা নানাধর্মীয় শৈক্তিক রচনায়।শিল্পবোধসম্পন্ন চর্চায় নিমগ্ন হই।বনভূমি,উদি,নদ-নদী,কৃষি জমি,পাহাড়,টিলা,সমুদ্র,জল, প্রাণী,মানুষ প্রকৃতির এসব দৃষ্টিনন্দন সৃষ্টির মাঝে আমাদের কল্পলোকে যেন নতুন আলোয় আলোড়িত হয়ে ওঠে। এ যেন অপরূপ এক সমতার সীমা –সমানাধিকারের নান্দনিক সুবন্ধন ।অথচ বাস্তবতায় চিরচেনা চিরসবুজ মানবিক সেই রূপটি এখন কোথায় যেন হারিয়ে গেছে।অবা,দখল-দুষণ ইত্যাদি কারণে সুন্দর ও নির্মল প্রকৃতি যেন এখন প্রতিশোধ পরায়ণ।মরুময়তা,খরা,জ্বলাবদ্ধতা,লবণাক্ততা প্রতি কারণে ঈীববৈচিত্র্য যেন লুপ্তপ্রায়।পৃথিবীর এক কোণে,রহিব আপন মনে-সেটা এখন আর সব নয়।তাহলে এর বিকল্প কি এবং কোথায়? প্রকৃতির ক্ষতি করে,অন্য মানুষের ক্ষতি করে,ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি করে।সুন্দর জীবনকে ধারণ করা কখনোই সম্ভব নয়।প্রকৃতির দেয়া আলো-বাতাস,নানান সৃষ্টি আমাদের জীবনকে আন্দোলিত ও আনন্দময় কক,সুর কক। আমাদেরকেই সেই।পরিবেশের ভিত রচনা করতে হবে।৫২ কে স্মরণে রেখে এই গ্রন্থের ৫২টি কবিতায় একদিকে পরিবেশের সৌন্দর্য যেমন প্রকাশিত হয়েছে,অন্যদিকে তেমনি পরিবেশের প্রতি মানুষের বর্তমান দৃষ্টিন্সি ও আচরণ এবং পরিবেশ ও প্রকৃতির বিরূপ চিত্রও স্পষ্টভাবে নানা কবিতায় ফুটে উঠেছে। পরিবেশ সুরক্ষায় মানুষকে আবার জেগে শুঠার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।