৳ 120.00
দীপিকা ঘোষ নিছক শিল্পের জন্য শিল্প করেন না-জীবনই তাঁর কাছে মুখ্য। জীবন নিয়ে তিনি গল্প করতে ভালোবাসেন ফলে জীবনকে গল্পে ফুটিয়ে তুলতে চেষ্টা করেন। এ বইয়ের প্রায় প্রতিটি গল্পেরই বিষয়বস্তু, চিত্র-চারিত্র্য এবং সংলাপে তাঁর এ প্রচেষ্টা পরিস্ফুট। সংলাপ তাঁর গল্পের প্রধান অবলম্বন। তিনি গল্পের প্রয়োজনে সংলাপ বানান এবং বানানো সংলাপের ওপর ভয় করে গল্প লেখার সাহস দেখান। প্রায় সবক্ষেত্রেই তাঁর গল্পের প্রধান চরিত্র নারী এবং এরা সবাই মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত। একজন নারী হিসেবে এসব চরিত্রের মাধ্যমে লেখক তাঁর যাপিত জীবনের স্বপ্ন, আশা, গ্লানি, অভিজ্ঞতা তুলে ধরেন। যেখানে তাঁর নারী চরিত্রগুলো দ্রৌপদীসুলভ তেজস্বিতায় বলীয়ান, বলা যায় সেখানেই তিনি অধিকতর সফলকাম। এ লেখক আদ্যোপান্ত আশাবাদী। তাঁর গল্পে রোমেলারা স্বপ্ন দেখে এবং তিনিও পাঠককে স্বপ্ন দেখান।