৳ 400.00
সময়ের স্রোত নিত্য বহমান। ৭৫-এর ১৫ আগস্ট বাঙালি জাতি এক গভীর অন্ধকারে নিপতিত হয়েছিল। সেই থেকে বহু তথ্য বিকৃতি, ইতিহাসের মহানায়ককে অস্বীকৃতি, মিথ্যা আর অর্ধসত্যের এক ছায়াচ্ছন্ন পরিবেশ রচনা করা হয়েছিল। যা থেকে জাতি আংশিকভাবে হলেও মুক্ত হতে পেরেছে ২১ বছর পর। ৭৫ এর কলংকজনক অধ্যায়ের পূর্বে এবং পরে আমাদের রাজনৈতিক দলগুলো থেকে। লেখক ইতিহাসের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে মূল্যায়ন করেছেন, ভক্তিবাদের কোন আশ্রয় নেননি। এখানেই প্রবন্ধগুলোর অনন্য বৈশিষ্ট্য লুকায়িত। বাংলাদেশের রাজনীতিতে বহু প্রতীক্ষিত পরিবর্তন সাধিত হয়েছে ; তথাপি গ্রন্থের রচনাগুলো তার স্বকীয়তা হারায়নি বরং বাংলার সংকটকালে আমাদের রাজনৈতিক দলগুলোর এবং প্রগতিশীলতার মুখোশধারীদের চরিত্রের স্বরূপ উদ্ঘাটনের প্রয়াস পেয়েছে— যা থেকে আমরা আমাদের অতীত ও বর্তমানের মধ্যে তফাৎটা নির্ণয় করতে পারব।