৳ 400.00
সাংস্কৃতিক পরিবারে জন্ম নিয়ে উত্তরাধিকারী হিসেবে পেয়েছেন মন ও মননের ঐশ্বর্য। কবি ও কবিতার ভুবনে হয়েছে তার আশ্চর্য অবগাহন। ছাত্রাবস্থা থেকেই লিখছেন, এখনও চলছে। অসংখ্য কবিতা থেকে বাচাই করে নির্বাচিত কিছু কবিতা ‘শ্রেষ্ঠ কবিতা’ শিরোনামে গ্রন্থভুক্ত হলো। বামপন্থি ঘরানার কবি হিসেবে ইতোমধ্যেই তিনি নন্দিত। সেই শুরু থেকে অদ্যাবধি সাম্যবাদ, শ্রেণিসংগ্রাম, মানবিকতা তার কবিতার মূল উপজীব্য হয়ে আসছে। এখানে অন্তর্ভুক্ত কবিতাগুলোও তার ব্যতিক্রম নয়। জীবনের নানা টানাপোড়েন, হিংসা-বিদ্বেষ, ভালোবাসা, রিরংসা, যুদ্ধ, বিমানবিকতা-সবকিছুর একটা রসায়ন তার কবিতাকে এক অনন্য ব্যঞ্জনা দিয়েছে। মূলত রাজনীতির উচ্চকণ্ঠ নয়, স্লোগানসর্বস্ব নয়, তবে বেশ জোরালোভাবে শ্রেণিহীন সমাজব্যবস্থা আর সবার উপরে মানুষ সত্য-এই বোধটাই সবচেয়ে স্পষ্ট তার কবিতায়। যাপিত জীবনের বর্ণিল অভিজ্ঞতা, গূঢ় দার্শনিকতা, প্রেম ও প্রকৃতির প্রতি সহজিয়া অনুরাগ-সব মিলিয়ে এক গোটা জীবনের অভিজ্ঞান হয়ে উঠেছে এই শ্রেষ্ঠ কবিতার সংগ্রহে। নানা স্বাদের আর নানা মাত্রার এই কবিতাগুলো কবিকে ব্যক্তি আর সত্তায় সহজেই চিনিয়ে দেবে পাঠককে।