৳ 150.00
সুস্মিতা আজন্ম প্রেমী এবং স্বভাব কবি।বিচ্ছেদ জেনেও আগুন ধরান জারুল গাছের পাতায় পাতায়। পোড়েন নিজেই!পোড়ামনে বাসা বাঁধেন পাখির বাসায় আর ডাউকি নদীর পাহাড়চূড়ায়।বিচ্ছেদ নিয়েই বারবার একই ভুল করেন,করেন একই আগুনের পথে হাঁটাহাটি ।আগুন নিভবে বলেই অপেক্ষায় থাকেন শুধু শ্রাবণ জলের দিনের।নীলযাতনার অভিসার শেষে তিনি বৃষ্টি ঝরান মেঘের সফরে।নীলের মহাকাব্য যার জীবনব্যাপী,সে স্থিত হোক মাটির আকাশমণিতে।আমাদের কাছে তিনিই সমরূপসংহতি শব্দের ঈশ্বর।