৳ 250.00
শাহদাব আকবর কবি হিসেবে নবীন।লেখালেখি শুরু করেছেন সম্প্রতি।তাঁর কবিতা বহু বিষয় পরিভ্রমণে রত,তবে মা,মাতৃভূমি মূল অনুষঙ্গ হিসেবে উঠে এসেছে।গভীর আবেগ ও আন্তরিকতায় তিনি মায়ের প্রতি ভালোবাসা নিবেদন করেছেন,মাকে দেখেছেন।দেশ মাতৃকার প্রতিচ্ছবি রূপে,মহাকালের শ্রেষ্ঠ ছবি হিসেবে সর্বত্র বিরাজিত সত্তারূপে।তেমনি পরিব্যাপ্ত সময়ের নিরিখে মাতৃভূমির স্বপ্ন ও আকাজক্ষার ছবি এঁকেছেন। জাতির পিতা,মুক্তিযুদ্ধ,২৫ মার্চের গণহত্যাকে তিনি কবিতার বিষয় হিসেবে বেছে নিয়েছেন।অপশক্তির বিরুদ্ধে,জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন।কবির পথ সহজ নয় আয়াসসাধ্য এক পথে কবিকে যাত্রা করতে হয়। এ পথে কেউ কবিতাকে পায় কেউ পায় না।সে জন্য কবিতা পথের কোনো শেষ নেই।এ এক অন্তহীন যাত্রা।শাহাব এ পথ যাত্রা শুরু করেছেন।কবিতার আঙ্গিক প্রকরণ ছন্দ এখনো তাঁর আয়ত্ত নয়।গভীর অভিনিবেশ,নিষ্ঠা,অধ্যয়ন ও অনুশীলনে তিনি তাঁর কবিতা-যাত্রা অব্যাহত রাখবেন এ প্রত্যাশা করি।