৳ 450.00
চোখের বালি উপন্যাস বাংলা সাহিত্যের অভিনব শিল্পসম্পদ।অতুলনীয় ও নবসৃষ্ট এই উপন্যাস শুধু বাংলা সাহিত্যেরই নয়,বিশ্ব সাহিত্যেরও অমূল্য ঐশ্বর্য।প্যারীচাঁদ মিত্র,বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে বাংলা উপন্যাসের যেই বীজ রোপিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর সেই বীজকে মহিরুতে পরিণত করেন ।চোখের বালি সেই মহিরুহেরই বিশাল বিস্তীর্ণ শাখা।এটি বাংলা উপন্যাসের প্রথম ও সর্বাঙ্গ সার্থক মনস্তত্বমূলক উপন্যাস।চোখের বালি রচিত হয়েছিল ১৯০৩ সালে।অর্থাৎ আজ থেকে ১১৫ বছর আগে ।শতাব্দী পেরিয়ে গেলেও এই উপন্যাসের কদর কমেনি বরং দিন দিন বেড়েছে ।এ কথার প্রমাণ পাওয়া যায় বছর বছর চোখের বালির নতুন মুদ্রণ ও পাঠক আকর্ষণের সক্ষমতা দেখে ।চোখের বালি শুধু অবসরের বিনোদন হিসেবেই নয়,পাঠ্যপুস্তক হিসেবেও বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে।সিলেবাসভুক্ত যারা সাহিত্যের শিক্ষার্থী তারা শুধু উপন্যাস উপভোগই করেন না,উপন্যাসের সার্বিক কাঠামোও বিশ্লেষণ করেন।উপন্যাস বিশ্লেষণের সেই মৌলিক বিষয়গুলো না-জানলে উপন্যাসে বর্ণিত জীবন ও রস উপলদ্ধি করা যায় না।শিক্ষার্থীদের জন্য চোখের বালি উপন্যাস যথাসম্ভব সহজ-সরল করে বিশ্লেষণ করেছেন বিশিষ্ট।কবি-কথাশিল্পী ও সাহিত্য-সমালোচক সৈয়দ জাহিদ হাসান।তার বিশ্লেষণ ও সমালোচনা-কৌশল চোখের বালি পাঠে সহায়ক ভূমিকা রাখবে ।