৳ 80.00
সাইফুর-বাংলাদেশের অসংখ্যা মাদ্রাসায় পড়া ছেলেদের মধ্যে বিশেষ একজন। বিশেষ একজন এ কারণেই যে, সে প্রচলিত মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত নয়, বরং তাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তাকে ব্যবহার করা যায় বাঙালির মনস্তাত্ত্বিক ও সামাজিক ডামাডোলের হাতিয়ার হিসেবে। সে সশস্ত্র এবং প্রশিক্ষিত। সবচেয়ে বড় কথা হলো তাকে নির্মাণ করা হয়েছে এমনভাবে যে, তার আশেপাশের জীবন, মানবতা কিংবা সমাজ বা রাষ্ট্র কোনো কিছুই দেখার সুযোগ সে পায়নি। এখানে সে নিমিত্ত মাত্র, সমাজ ও রাষ্ট্র ধ্বংসের জন্য বোমা, বারুদ কিংবা কামানের মতোই, যদিও সে দেহে রক্তমাংসের মানুষ। মাসুদা ভাট্টি সাইফুরকে নিয়ে লিখেছেন তার উপন্যাস, তরবারির ছায়াতলে; কয়েকজন মাদ্রাসা ছাত্রের সাক্ষাৎকারের ভিত্তি এই উপন্যাস। এতে ব্যঞ্জনার চেয়ে বর্ণনা বেশি; এতে উপমার চেয়ে সত্য বেশি। তরবারির ছায়াতলে তাই শুধু উপন্যাস নয়, এটি বর্তমান বাংলাদেশের সমাজ-বাস্তব ও জীবন-সত্যও বটে।