৳ 1,000.00
মানুষের মনে যা কিছু স্মৃতি হিসেবে থেকে যায় তা-ই প্রেম। প্রেম স্মৃতিরই নামান্তর। স্মৃতির মধ্য দিয়েই প্রেমিক ও প্রেমাস্পদ একে অপরের সাথে যুক্ত থাকে, একে অপরের কাছে প্রকটিত হয়। শামসুর রাহমানের ‘প্রেমের কবিতা’ মূলত তার স্মৃতির সঙ্গে বোঝাপড়া। যাদের স্মৃতি, যেসব স্মৃতি, তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়িয়েছে সেইসব নিয়েই এ কাব্য সংকলন। কতভাবে মানুষের মাঝে মানুষ থেকে যায়, থেকে যেতে পারে, তার বহুমাত্রিক প্রকাশ ঘটেছে এখানকার প্রতিটি কবিতায়। আছে খেদ, আছে আনন্দ, আছে আরো কত কত ব্যাখ্যাতীত অনুভূতির বর্ণনা। কবির অপূর্ণ বাসনাদেরও পাওয়া যাবে এখানে। সেসব বাসনা পূর্ণ হয়নি, যেসব বাসনা শিহরণ জাগিয়েছিল, তাদেরকেও তিনি অক্ষয় করেছেন কবিতায়।
নারী-পুরুষের মধ্যকার যে প্রেম তাতেই প্রেমের ধারণাকে সম্ভবত অবসিত করা যাবে না, প্রেম হয়ত তার চেয়েও বেশি কিছু। তবে এও সত্য, পৃথিবীর প্রেম সংক্রান্ত মহাফেজখানায় নারী-পুরুষের প্রণয়কাহিনী এক বিরাট অংশ জুড়ে আছে। ‘প্রেমের কবিতা’ এ মহাফেজখানায় তুলনামূলক নতুন সংযোজন।