৳ 450.00
ড. আবদুল খালেক বঙ্গবন্ধু-অনুরাগী বাংলাদেশের অন্যতম বুদ্ধিজীবী। তিনি রাজশাহীতে সর্বপ্রথম রাজশাহী জেলা বঙ্গবন্ধু পরিষদ গঠন করেন। মূলত তার উদ্যোগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী শহরের রাজনৈতিকসচেতন জনগণের মধ্যে বঙ্গবন্ধুর জীবন ও দর্শনকেন্দ্রিক আলোচনা-পর্যালোচনার বিস্তার ঘটে। তিনি বঙ্গবন্ধু সম্পর্কে অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন। প্রতিটি প্রবন্ধে দেশ, জাতি, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, স্বাধিকার ও স্বাধীনতা-চেতনার বহুমাত্রিক পরিচয় উপস্থাপিত হয়েছে। ‘বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব এবং নেতৃত্ব’ শীর্ষক গ্রন্থে যে প্রবন্ধগুলো সন্নিবেশিত হয়েছে, তার কিছু সাম্প্রতিককালের রচনা কিছু অতীতের। এ গ্রন্থে মূলত বঙ্গবন্ধুর অনন্যসাধারণ ব্যক্তিত্ব ও অতুলনীয় নেতৃত্বের প্রসঙ্গটি অধিকতর গুরুত্বসহ আলোচিত হয়েছে। বঙ্গবন্ধু বাংলার যেসব নেতার সান্নিধ্যধন্য হয়ে রাজনৈতিক জীবন সম্পর্কে ব্যাপক পরিপক্বতা অর্জনে সক্ষম হন তাঁদের মধ্যে রয়েছেন-শেরেবাংলা এ. কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম, মওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রমুখ। এছাড়া বাংলার প্রখ্যাত সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়া, সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল জ্যোতিষ্ক ড. মযহারুল ইসলামের সঙ্গে বঙ্গবন্ধুর ভিন্নমাত্রিক সম্পর্কের দিকটিও বিশেষত্ব লাভ করেছে। এর ফলে গ্রন্থখানি হয়ে উঠেছে সুখপাঠ্য ও জ্ঞানসমৃদ্ধ।
-ড. মুহম্মদ আবদুল জলিল