৳ 450.00
দেশের রাজনীতির গতিমুখ পরিবর্তনের সুদূরপ্রসারী লক্ষ্য থেকে পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। রাজনীতিতে পাকিস্তানি ধারাকে পুনঃপ্রতিষ্ঠার কুমতলবে রাজনীতিকে কলুষিত-দুর্বৃত্তায়িত করে প্রকৃত রাজনীতির চালচিত্র বদলে দেওয়া হয়। এই পরিস্থিতিতে রাজনীতিবিদ ও কলামিস্ট মোনায়েম সরকার রাজনৈতিক, সামাজিক, ও অর্থনৈতিক বিভিন্ন সমস্যার ওপর নিয়মিত তার অভিমত সংবলিত রচনা, প্রবন্ধ, নিবন্ধ প্রকাশ করে চলেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক-এগারোর ঘটনার পর রাজনীতিবিদরা অতীত ভুলের পুনরাবৃত্তি আর করবেন না এমন আশা সাধারণভাবে অনুভূত হয়েছিল। দেশের রাজনৈতিক সংস্কৃতিতে সংসদ বর্জন, হরতালের মতো নেতিবাচক রাজনৈতিক পদক্ষেপ আর কোনো রাজনৈতিক দল গ্রহণ করবে নাÑ এ আশাও জনমনে সঞ্চারিত হয়েছিল। কিন্তু রাজনীতি পুরোনো বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে পারেনি। ২০১০ সালের পুরো সময়ে লিখিত রাজনৈতিক লেখাগুলোতে সমাজ ও রাজনীতিতে বিদ্যমান উদ্বেগ ও বিভ্রান্তি প্রতিফলিত হয়েছে। লেখাগুলো বিবিধ বিষয়ে রচিত হলেও সমস্যা ও সংকটের মূল সুর এক ও অভিন্ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে-রাজনৈতিক ধারা ও ঐতিহ্য তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নেয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তার আলোকেই কিছু মূল্যায়ন ও মতামত লেখাগুলোয় প্রতিফলিত হয়েছে। বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকে প্রকাশিত লেখাগুলো থেকে বাছাই করা কিছু প্রবন্ধ, নিবন্ধ বঙ্গবন্ধুর রাজনীতি ও শেখ হাসিনা শিরোনামের এই গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে। লেখাগুলো পাঠকদের মনে সামান্যতম হলেও দাগ কাটবে, এমন বিশ্বাস আমাদের।